মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

গাজায় ‘জিএইচএফ’ ত্রাণ কার্যক্রম বন্ধের দাবি ১৭০ সংস্থার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১১:০৯

শেয়ার

গাজায় ‘জিএইচএফ’ ত্রাণ কার্যক্রম বন্ধের দাবি ১৭০ সংস্থার
ছবি সংগৃহীত

গাজায় বিতর্কিত ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)–এর কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বের ১৭০টিরও বেশি দাতব্য সংস্থা ও এনজিও। অক্সফাম, সেভ দ্য চিলড্রেনসহ প্রখ্যাত সংগঠনগুলোর দাবি, এ কার্যক্রম মানবিক সহায়তার মৌলিক নীতিমালা লঙ্ঘন করছে এবং ফিলিস্তিনিদের জীবন আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। খবর বিবিসি ও আল জাজিরার।

মঙ্গলবার প্রকাশিত যৌথ বিবৃতিতে তারা জানায়, জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ ব্যবস্থা ফিলিস্তিনিদের সামরিক নিয়ন্ত্রিত এলাকায় জোর করে পাঠাচ্ছে, যেখানে তারা প্রতিদিনই গুলির ঝুঁকিতে থাকছেন। বিবৃতিতে বলা হয়, “এই প্রকল্প মানবিক সহায়তার বদলে একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে।”

জিএইচএফ তাদের পূর্ববর্তী ৪০০টি ত্রাণ বিতরণ কেন্দ্রের বদলে বর্তমানে মাত্র চারটি চালু রেখেছে, যার সবগুলোই ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত। মার্কিন বেসরকারি নিরাপত্তা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত এসব শিবিরের তিনটি গাজার দক্ষিণ-পশ্চিমে এবং একটি গাজার মধ্যাঞ্চলে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত জিএইচএফ ত্রাণ শিবিরে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬০০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও চার হাজার ২৭৮ জন।

ইসরাইল অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করেছে, ত্রাণ বিতরণে হামাস হস্তক্ষেপ করছে এবং সেনারা আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হচ্ছে। ইসরাইলের ভাষ্য, প্রকৃত ত্রাণপ্রার্থীদের সহায়তা পৌঁছে দিতে তারা সচেষ্ট।

উল্লেখ্য, গত মে মাসের শেষের দিকে বিতর্কিত এই ত্রাণ কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত সংস্থা জিএইচএফ। তবে শুরু থেকেই এ প্রকল্প ঘিরে তীব্র সমালোচনা চলছে।



banner close
banner close