ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ইসরায়েল-এর।
আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করে। স্থানীয় বাসিন্দাদের সতর্কতার সাথে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরায়েল অধিকৃত তিনটি এলাকায় ড্রোন হামলাও চালানো হয়েছে। তার দাবি, হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এর ফলে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়েছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনো হামলার ক্ষয়ক্ষতি কিংবা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আরও পড়ুন:








