মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল: ট্রাম্পের দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ০৭:২৪

শেয়ার

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল: ট্রাম্পের দাবি
ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ৬০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরাইল। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ জুলাই) ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়টি চূড়ান্ত করতে ইসরাইল প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও জানান, “শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারাই এটির চূড়ান্ত প্রস্তাব দেবে। আমি আশা করি হামাস এই উদ্যোগে সাড়া দেবে। কারণ প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে পরিস্থিতি আরও খারাপ হবে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য তার বিশেষ দূত স্টিভ উইটকোফের মাধ্যমে দেওয়া আগের একটি যুদ্ধবিরতির প্রস্তাবের দিকেই ইঙ্গিত করছে। ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, গেল কয়েক মাস ধরেই হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর।

তবে হামাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। যুদ্ধবিরতির এ উদ্যোগ বাস্তবায়ন হলে প্রায় এক বছর ধরে চলমান ভয়াবহ সংঘাত কিছুটা হলেও থামার সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছেন আন্তর্জাতিক কূটনীতিকরা।



banner close
banner close