ভারতের তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৪ জনে। তাদের মধ্যে ১৫ জন রাতে হাসপাতালে মারা যান।
সোমবার সকালে সাঙ্গারেড্ডি জেলার পাসামাইলারাম শিল্প এলাকায় সিগাচি ইন্ডাস্ট্রিজের এ ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি হায়দরাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।
মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, এর আগে রাজ্য এমন বেদনাদায়ক ঘটনার সাক্ষী হয়নি।
তিনি নিহতদের পরিবারকে এক লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেয়ার নির্দেশনা দিয়েছেন। আর ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক নিহতের পরিবার পাবে ১ কোটি রুপি; গুরুতর আহত ব্যক্তি ক্ষতিপূরণ হিসেবে পাবেন ১০ লাখ রুপি। স্বাস্থ্যমন্ত্রী দমোদর রাজা নারসিমহা ইতোমধ্যে আহতদের হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা তুলে দিতে শুরু করেছেন।
এনডিটিভি লিখেছে, এ দুর্ঘটনা তেলেঙ্গানার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার একটি। বিস্ফোরণে তিনতলা একটি ভবন ধসে পড়ে। সেখানে এখনো উদ্ধার কাজ চলায় মৃতের সংখ্যা বৃদ্ধির শঙ্কা রয়েছে।
বিস্ফোরণটি ঘটে মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ শুকানোর ইউনিটে, যেখানে ৩৫ জন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এখনো ১২ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।
রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), হায়দরাবাদ ডিজাস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেট প্রোটেকশন এজেন্সি, রাজস্ব বিভাগ ও পুলিশ যৌথভাবে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে।
আরও পড়ুন:








