মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত ৩৭ শতাংশ বাড়তি শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির পথে এগোচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে পাল্টা শুল্ক চুক্তির খসড়া নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র একটি খসড়া পাঠালে বাংলাদেশ তাতে সংযোজন-বিয়োজন করে মতামত পাঠিয়েছে। সর্বশেষ সংশোধিত খসড়াটি আজ মঙ্গলবার ড. খলিলুর রহমানের কাছে পাঠানো হবে, যা নিয়েই বৃহস্পতিবার মূল বৈঠক অনুষ্ঠিত হবে।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত ২৮ দফা আলোচনা হয়েছে। চুক্তি চূড়ান্ত হলে তা প্রধান উপদেষ্টার অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে।
সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু কঠিন শর্ত দেওয়া হলেও বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমানোর কৌশলেই জোর দিয়েছে। খসড়ায় জানানো হয়েছে, বাংলাদেশ অন্তত ৪১টি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির সুযোগ রাখে—এর মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, এলপিজি, সয়াবিন তেল, গম, তুলা, এলএনজি ইত্যাদি।
এছাড়া, যুক্তরাষ্ট্র থেকে সরকারি কেনাকাটা বাড়ানো এবং সামরিক সরঞ্জাম ও উড়োজাহাজ কেনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে খাদ্যশস্য আমদানির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৈঠকে সরাসরি বা ভার্চুয়ালি যুক্ত হবেন বলেও জানা গেছে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো না গেলে আরও আলোচনা হতে পারে।
চুক্তিটি সফল হলে বাংলাদেশি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত বাড়তি শুল্ক হ্রাস পাওয়ার আশাবাদ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:








