মার্কিন বোমা হামলার পর আবারও ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে জোরালো নির্মাণকাজ শুরু হয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে এর স্পষ্ট প্রমাণ মিলেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত উপগ্রহ ছবিতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত অঞ্চলে ব্যাপক নির্মাণযন্ত্র মোতায়েন করেছে তেহরান। খবর বিবিসির।
২৯ জুনের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, পার্বত্য অঞ্চলে অবস্থিত ফোর্ডো কেন্দ্রে একটি নতুন নির্মিত সড়কের ওপর খননযন্ত্র, ক্রেনসহ ভারী যন্ত্রপাতি কাজ করছে। এই সড়কটি সেই এলাকাকে যুক্ত করেছে, যেখানে সম্প্রতি মার্কিন বাহিনী বাঙ্কার-ব্লাস্টার বোমা ফেলেছিল। পর্বতের ঢাল বরাবর আরও খননযন্ত্র, বুলডোজার ও ট্রাক সারিবদ্ধভাবে রাখা দেখা গেছে। কিছু এলাকায় বুলডোজার দিয়ে সক্রিয় নির্মাণেরও প্রমাণ মিলেছে।
এছাড়া, কেন্দ্রটির পূর্ব পাশে ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসাবশেষে কাজ করছে যন্ত্রপাতি। ধারণা করা হচ্ছে, সেটি ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। উল্লেখ্য, মার্কিন হামলার ঠিক একদিন পরই ইসরায়েল ওই হামলা চালায়।
পারমাণবিক অস্ত্র বিশ্লেষক ডেভিড আলব্রাইট জানান, ২৮ জুনের স্যাটেলাইট চিত্র দেখে বোঝা যাচ্ছে, ইরান সেখানে গর্ত ভরাট, তেজস্ক্রিয়তার মাত্রা পরিমাপ এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির মূল্যায়নের কাজ চালাচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধিকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি।’ তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম শুরু করতে পারবে।
আরও পড়ুন:








