বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

আইডাহোতে আগুন নেভানোর সময় হামলা, গুলিতে নিহত দুই দমকলকর্মী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১০:৪০

আপডেট: ৩০ জুন, ২০২৫ ১০:৪৬

শেয়ার

আইডাহোতে আগুন নেভানোর সময় হামলা, গুলিতে নিহত দুই দমকলকর্মী
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো রাজ্যের পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সময় গুলিতে দুই ফায়ারফাইটার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (২৯ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে কোউর ডিঅ্যালেন শহরের উপকণ্ঠে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

কোটেনাই কাউন্টি শেরিফ অফিসের প্রধান রবার্ট নরিস সাংবাদিকদের জানান, আগুন নেভানোর সময় অজ্ঞাত বন্দুকধারীরা উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে ফায়ারফাইটারদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহত হন কয়েকজন।

“আমরা এখনও নিশ্চিত হতে পারিনি হামলাকারী একজন না একাধিক। বিভিন্ন দিক থেকে গুলি আসার খবর পাওয়া গেছে। আমরা মনে করছি, একাধিক স্নাইপার থাকতে পারে,” বলেন শেরিফ নরিস।

ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এফবিআইয়ের সহকারী পরিচালক ড্যান বঙ্গিনো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের টিম স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তিনি বলেন, “আমরা কৌশলগত এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি। পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

আইডাহোর গভর্নর ব্রাড লিটল হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের সাহসী দমকলকর্মীদের ওপর এই নির্মম হামলা অত্যন্ত নিন্দনীয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

গভর্নর স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “পরিস্থিতি অনিরাপদ ও জটিল হয়ে উঠছে। সবাইকে অনুরোধ করছি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলুন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাজ করতে সহযোগিতা করুন।”

শেরিফের বরাত দিয়ে জানা যায়, রোববার দুপুর ১টা ২২ মিনিটের দিকে প্রথম বনে আগুন লাগার খবর আসে। এরপর দুপুর ২টার দিকে ফায়ারফাইটারদের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনার তদন্ত চলছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি এবং হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রশাসন। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ওই এলাকায় চলাচল সীমিত রাখা হয়েছে।



banner close
banner close