বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৭২, খাদ্য বিতরণকেন্দ্রেও হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১০:২৮

শেয়ার

গাজায় ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৭২, খাদ্য বিতরণকেন্দ্রেও হামলা
গাজায় একদিনে ইসরাইলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত ফাইল ছবি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষারত অবস্থায় হামলার শিকার হন।

রোববার (২৯ জুন) দিনভর চলা হামলার বিস্তারিত তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার মেডিকেল সূত্রগুলো জানিয়েছে, শুধু গাজা শহর এবং উত্তরের অংশেই ইসরাইলের বিমান হামলায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক মুয়াত আল-কালহুত জানান, শহরের জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় ইসরাইলি বিমান হামলার পর হতাহতদের ঢল নামে উত্তর গাজার আল-আহলি হাসপাতালে।

তিনি বলেন, ‘এখানে প্রচুর আহত মানুষ এসেছেন, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। পর্যাপ্ত বেড নেই, চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট রয়েছে। অনেকেই মেঝেতে পড়ে চিকিৎসার অপেক্ষায় আছেন। পরিস্থিতি ভয়াবহ।’

মুয়াত আল-কালহুত আরও জানান, ইসরাইল পূর্ব গাজা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট ছড়িয়ে সাধারণ মানুষকে দক্ষিণ দিকে সরে যেতে বলছে। কিন্তু এসব সতর্কবার্তার পরই শুরু হয় ভারী বোমা হামলা, যা হতাহতের সংখ্যা আরও বাড়াচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে হামাসের সঙ্গে ইসরাইলের নতুন করে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও কয়েক হাজার।

সূত্র: আল জাজিরা



banner close
banner close