বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ফিলাডেলফিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল তিনটি ভবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ০৯:৪৯

শেয়ার

ফিলাডেলফিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল তিনটি ভবন
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়েছে তিনটি ভবন। স্থানীয় সময় রোববার ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনবিসি নিউজ।

ফিলাডেলফিয়া দমকল বিভাগের তথ্যমতে, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে শহরের ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিট’ এলাকায় বিস্ফোরণের খবর পায় তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেন, “একই সারিতে থাকা তিনটি ভবনে বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ধাক্কায় ভবনগুলো ধসে পড়ে।”

আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পুরো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।



banner close
banner close