মালয়েশিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন এবং আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার (২৮ জুন) বিকেলে জালান ডেসারু-কোটা টিংগির ফেলদা পাসাক এলাকার সড়কে পাঁচটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাত মাস বয়সী এক শিশুও রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ১৭ মিনিটে জরুরি কল পায় জোহর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম)। খবর পাওয়ার ১১ মিনিটের মধ্যে ছয় সদস্যের একটি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
জেবিপিএম জানিয়েছে, সংঘর্ষে জড়িত পাঁচটি গাড়ি হলো—টয়োটা করোলা, পেরোডুয়া অ্যাক্সিয়া, প্রোটন সাগা, পেরোডুয়া বেজ্জা এবং একটি হিনো লরি।
ঘটনাস্থলে টয়োটা করোলার দুজন পুরুষ যাত্রী—যাঁদের বয়স যথাক্রমে ৬৯ ও ৭৪ বছর—গাড়িতে আটকা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
আহত ৯ জনের বয়স সাত মাস থেকে ৫২ বছর। অগ্নিনির্বাপক দলের আগমনের আগেই তাঁরা নিজ উদ্যোগে গাড়ি থেকে বেরিয়ে আসেন। পরে স্বাস্থ্যকর্মীরা তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:








