জি৭-এর ৫১তম সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য করনীতি বিষয়ে এক ঐতিহাসিক চুক্তিতে উপনীত হয়েছে। আন্তর্জাতিক কর সহযোগিতা জোরদারের লক্ষ্যে তারা যৌথভাবে ‘সাইড-বাই-সাইড’ নামে একটি নতুন বৈশ্বিক কর কাঠামো চালুর ঘোষণা দিয়েছে। বৃহৎ করপোরেশনগুলোর ওপর অতিরিক্ত করচাপ লাঘবের পাশাপাশি করনীতিতে স্বচ্ছতা ও ভারসাম্য আনার লক্ষ্যেই এ পদক্ষেপ।
যুক্তরাষ্ট্র এ চুক্তির আওতায় তাদের বিতর্কিত কর আইন সেকশন ৮৯৯ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, যা ট্রাম্প প্রশাসনের মেয়াদে প্রণীত হয়েছিল। এই প্রত্যাহারকে আন্তর্জাতিক করনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস বলেন, “এই সিদ্ধান্ত ব্রিটিশ ব্যবসার জন্য স্থায়িত্ব ও পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করবে।” তিনি আরও বলেন, “আন্তর্জাতিক কর কাঠামোতে ভারসাম্য ও স্বচ্ছতা আনার এখন সময় এসেছে।”
মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন কাঠামো বৈশ্বিক কর ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করবে। এটি বিশেষভাবে ‘বেইস ইরোশন অ্যান্ড প্রফিট শিফটিং’ (BEPS) উদ্যোগের ধারাবাহিকতা রক্ষা এবং কর ফাঁকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
যদিও জি৭ সম্মেলনে চুক্তিটি অনুমোদন পেয়েছে, এটি এখন ওআইসিডির ১৪৭টি সদস্য দেশ এবং জি২০-এর মধ্যকার আলোচনার মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ১৫ থেকে ১৭ জুন কানাডার কেবেকে অনুষ্ঠিত হয় জি৭-এর ৫১তম শীর্ষ সম্মেলন, যেখানে বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও জলবায়ু ইস্যুতে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন:








