বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

তেহরানে রহস্যজনক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ১০:৪৬

আপডেট: ২৮ জুন, ২০২৫ ১১:৪৪

শেয়ার

তেহরানে রহস্যজনক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তেজনা বিরাজ করছে ইরান-ইসরায়েল সীমান্তে। এরই মাঝে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চল এসলামশাহরে শুক্রবার রাতে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে শহরটি। বিস্ফোরণের পরপরই সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আকাশে আলো ঝলকানি দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতেও এসব দৃশ্য স্পষ্ট। যদিও ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষ কিংবা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এখনও নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

গত ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান ও ইসরায়েল গত মঙ্গলবার যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এরপর থেকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। ইরান দাবি করেছে, ইসরায়েল এখনো গোপনে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইরান কোনো আগ্রাসন বরদাশত করবে না। প্রতিটি আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। আত্মসমর্পণ আমাদের অভিধানে নেই।”

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি অস্ত্রে ব্যবহারের উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করে, তবে সেখানে আবারও বোমা হামলা চালানো হতে পারে।

তেহরানে বিস্ফোরণের ঘটনাটি এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।



banner close
banner close