কাশ্মীরের পাহলগামে হামলা এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
শুক্রবার (২৭ জুন) ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভারত গণমাধ্যম ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যেভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছে, তাতে তাদের স্বচ্ছতার অভাব স্পষ্ট হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে।”
বিলাওয়াল জানান, চলতি মাসের শুরুতে পাকিস্তান একটি কূটনৈতিক প্রচারণা চালায়, যার অংশ হিসেবে তিনি নিজে যুক্তরাষ্ট্র, লন্ডন ও ব্রাসেলস সফর করেন। এ সফরের উদ্দেশ্য ছিল নয়াদিল্লির ‘ভিত্তিহীন’ অভিযোগের জবাব দেওয়া এবং পাকিস্তানের অবস্থান তুলে ধরা।
তিনি বলেন, “বিশ্বের মানুষ পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন পড়েছে ও গ্রহণ করেছে। ভারতীয় গণমাধ্যম নিরপেক্ষ সাংবাদিকতার দাবি করলেও তা তারা প্রমাণ করতে পারেনি। বরং পুরো বিশ্ব জানে, ভারতের সরকার এবং গণমাধ্যম মিথ্যা প্রচার করেছে।”
পাকিস্তানি গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, “এই পাঁচ দিনে তারা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হিসেবে নিজেদের প্রমাণ করেছে। আমরা যে ন্যারেটিভের যুদ্ধে জয়ী হয়েছি, তার পেছনে গণমাধ্যমের ভূমিকাই ছিল মুখ্য।”
তিনি আরও বলেন, “রাজনীতিকদের জন্য ভাষা ও বক্তব্যই অস্ত্রস্বরূপ। প্রতিটি রাজনৈতিক দল আন্তর্জাতিক ও স্থানীয় পরিসরে নিজস্ব বক্তব্য উপস্থাপন করলেও গণমাধ্যমের ঐতিহাসিক ভূমিকা এই সময়ে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন:








