বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

গাজায় আরও ৭২ জনের মৃত্যু: ইসরাইলি হামলায় প্রাণহানির মিছিল দীর্ঘতর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ০৯:৩৯

আপডেট: ২৮ জুন, ২০২৫ ০৯:৪৩

শেয়ার

গাজায় আরও ৭২ জনের মৃত্যু: ইসরাইলি হামলায় প্রাণহানির মিছিল দীর্ঘতর
ছবি: বাংলা এডিশন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। শুক্রবার (২৭ জুন) দিনভর চালানো হামলায় আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭৪ জন।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিদিনের মতো বাড়ছে প্রাণহানি—মন্ত্রণালয়ের দেওয়া সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন ইসরাইলিকে জিম্মি করে নিয়ে যায় তারা। এরপর থেকেই শুরু হয় ভয়াবহ যুদ্ধ, যার মূল কেন্দ্রে রয়েছে গাজা উপত্যকা। এযাবৎকালে সংঘাতটি অন্যতম ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।



banner close
banner close