বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

শত্রুদের সতর্ক করে আবারো ইরানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৫ ০৮:৫৪

শেয়ার

শত্রুদের সতর্ক করে আবারো ইরানের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ইরানের শত্রুদের সতর্ক করে আবারো হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল মোহাম্মাাদ পাকপৌর।

বুধবার পাকপৌর বলেন, ‘শত্রু কোনো ভুল করলে দৃঢ় এবং সমুচিত জবাব দিবে তেহরান। আর সেজন্য আমাদের সকল যোদ্ধা সর্বদা প্রস্তুত রয়েছে।’

জেনারেল মোহাম্মাাদ পাকপৌর আরও বলেন, ‘আমাদের সকল যোদ্ধা বন্দুকের ট্রিগারে আঙুল চেপে রেখেছে। শত্রু যদি ভুল করে, তাহলে তাদের দৃঢ় ও শক্তিশালী জবাব দেয়া হবে। ঠিক যেমনটা তারা গত ১২ দিন ধরে পেয়েছে।’

তিনি বলেন, ‘দেশ রক্ষার্থে এক মুহূর্তের জন্যও আমরা দ্বিধাবোধ করি না।’



banner close
banner close