বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

এনবিআর বিলুপ্তির জেরে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান, শনিবার ‘মার্চ টু এনবিআর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ২১:১৮

আপডেট: ২৫ জুন, ২০২৫ ২১:১৮

শেয়ার

এনবিআর বিলুপ্তির জেরে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান, শনিবার ‘মার্চ টু এনবিআর’
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার যে আমন্ত্রণ জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। একই সঙ্গে আগামী শুক্রবারের মধ্যে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ না করলে শনিবার ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও সহসভাপতি মোনালিসা শাহরীন সুস্মিতা। তারা বলেন, গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, কর ও শুল্ক ক্যাডার কর্মকর্তাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনবিআরকে স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। রাজস্ব নীতি ও বাস্তবায়ন আলাদা করার কাঠামোটি রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের পরামর্শের মাধ্যমে চূড়ান্ত করা হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এর আগ পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর হবে না। কিন্তু একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা বলেছেন, এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। অর্থাৎ সরকারের অবস্থান বদলেছে, যা প্রতিশ্রুতির বরখেলাপ। এছাড়া অর্থ উপদেষ্টা বলেছেন, প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধনে এনবিআরে আন্দোলন চলছে। তবে কে বা কারা এই প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী- তা তদন্ত করার দাবি তুলেছে ঐক্য পরিষদ।

আজ অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআরের চলমান সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় শুল্ক ও কর ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। এ বিষয়ে জানতে চাইলে ঐক্য পরিষদের নেতারা সাংবাদিকদের বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে তাদের কাছে আলোচনায় বসার জন্য কোনো চিঠি আসেনি। তাছাড়া এনবিআরের চেয়ারম্যানকে অপসারণ না করলে তারা আলোচনায় বসবে না। দাবি আদায়ে সারাদেশে শনিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের পর এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে যোগ দিয়ে রাজস্ব ভবনে জড়ো হবেন।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে পতিত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলা আখ্যা দিয়ে ঐক্য পরিষদের নেতারা বলেন, তাকে অপসারণের মধ্য দিয়েই রাজস্ব ব্যবস্থা সংস্কারের যাত্রা শুরু হবে। এ জন্য আজ বৃহস্পতিবারও দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগে সারাদেশে অবস্থান কর্মসূচি ও কলম-বিরতি চলবে।

করেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। আর ২৫ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এর ফলে ২৬ মে কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে চেয়ারম্যানকে অপসারণ ও তাকে অসহযোগিতা করার ঘোষণা দেওয়া হয়।



banner close
banner close