বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ইরানের হামলায় ইসরায়েলের বীরশেবায় নিহতের সংখ্যা বেড়ে ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ১০:৫৩

আপডেট: ২৪ জুন, ২০২৫ ১১:৩৭

শেয়ার

ইরানের হামলায় ইসরায়েলের বীরশেবায় নিহতের সংখ্যা বেড়ে ৪
ছবি: সংগৃহীত

ইসরাইলের চ্যানেল ১৪-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের মিসাইল হামলায় বীরশেবা শহরে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দড়িয়েছে। একটি ভবনে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দক্ষিণাঞ্চলের দমকল ও উদ্ধারকারী দলের মুখপাত্র লিনয় রেশেফ জানিয়েছেন, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনো বেশ কয়েকজন আটকা রয়েছেন। আটকে পড়া সেসব ব্যক্তিদের উদ্ধার অভিযান চলছে।

এছাড়াও, ৮ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে।



banner close
banner close