বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সর্বশেষ
সাবেক সেনা অফিসার ও জুলাই যোদ্ধাদের ‘চরমপন্থি গোষ্ঠী’ বলে সম্বোধন ভারতের দেউলিয়াত্বের প্রমাণ তোকে ফিরে আসতে হবে হাদি, সাংবাদিক ইলিয়াছের আবেগঘন পোস্ট দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় ঘেরাওয়ে পুলিশের বাধা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ হাদিকে হত্যার পরিকল্পনা; ভাড়া করা অস্ত্র নিয়ে যে তথ্য জানা গেলো জেআইসি সেলে গুম: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

বিক্ষোভে উত্তাল ইরান, যোগ দিলেন প্রেসিডেন্টও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১৬:৩১

আপডেট: ২৩ জুন, ২০২৫ ১৬:৩৩

শেয়ার

বিক্ষোভে উত্তাল ইরান, যোগ দিলেন প্রেসিডেন্টও
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভে উত্তাল ইরান। আন্দোলনে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার।

রোববার সকাল থেকেই রাজধানী তেহরানে হাজারও মানুষ বিক্ষোভে অংশ নেন।

‘প্রতিশোধ! প্রতিশোধ!’ চিৎকারে মুখরিত হয় তেহরানের রাজপথ। মিছিলের সাথে সমান তালে দোলে বিক্ষোভকারীদের মুষ্টিবদ্ধ হাত। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরানের পতাকা হাতে ব্যাপক বিক্ষোভে জড়ো হয় ইরানের সাধারণ মানুষ। এ সময় তাদের সাথে আন্দোলনে যোগ দেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আজাদি স্কয়ার, ফেরদৌসি স্কয়ার, ইমাম হোমেইনি মসজিদ ও পার্লামেন্ট ভবনের সামনে ছিল প্রধান বিক্ষোভস্থল। এসব বিক্ষোভের খবর সরাসরি সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। এরপর গত শনিবার রাতে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে এক সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।



banner close
banner close