বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সর্বশেষ
সাবেক সেনা অফিসার ও জুলাই যোদ্ধাদের ‘চরমপন্থি গোষ্ঠী’ বলে সম্বোধন ভারতের দেউলিয়াত্বের প্রমাণ তোকে ফিরে আসতে হবে হাদি, সাংবাদিক ইলিয়াছের আবেগঘন পোস্ট দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় ঘেরাওয়ে পুলিশের বাধা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ হাদিকে হত্যার পরিকল্পনা; ভাড়া করা অস্ত্র নিয়ে যে তথ্য জানা গেলো জেআইসি সেলে গুম: হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খালেদা জিয়ার অবস্থা আগের মতো, গ্রহণ করতে পারছেন চিকিৎসা

ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার বদল নয়, মন্তব্য পেন্টাগনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১১:১২

শেয়ার

ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার বদল নয়, মন্তব্য পেন্টাগনের
ছবি: সংগৃহীত

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একদিন আগেই রাতের আঁধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়।

তবে মার্কিন এই হামলার উদ্দেশ্য ইরানের সরকার বদল করা নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রধান। তার মতে, মার্কিন হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র ইরানের পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয় বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই অভিযানের উদ্দেশ্য কখনোই সরকার পতন ছিল না, এখনো না। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান এয়ারফোর্স জেনারেল ড্যান কেইন।’

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে মার্কিন বাহিনী ফোর্দো, নাতাঞ্জা ও ইসফাহান-এ অবস্থিত ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে নির্ভুল ও পরিকল্পিত হামলা চালায়। হেগসেথ বলেন, ‘এই হামলা যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা এবং আমাদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করতেই চালানো হয়েছে।’



banner close
banner close