শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া ইরাক-ওমান-কাতারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১৫:৪৮

শেয়ার

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া ইরাক-ওমান-কাতারের
ছবি: সংগৃহীত

ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো একে একে তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। দেশগুলো এ হামলাকে অবৈধ ও বিপজ্জনক বলেও অভিহিত করেছে এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।

ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনা তাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরাকি কর্তৃপক্ষের মতে, সামরিক সংঘাতের এই ঘটনাটি পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। তিনি দ্রুত এ উত্তেজনা প্রশমনের জন্য সক্রিয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে।

ওমান দেশটি দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা এবং মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়ে অবিলম্বে সকল পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে তারা। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশের সরকারি বার্তা সংস্থা ওএনএ-কে বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এবং এটি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে।’

কাতার এক বিবৃতিতে সতর্ক করেছেন যে, মার্কিন হামলার পর বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কাতার এই হামলাকে স্থিতিশীল পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে।



banner close
banner close