শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ইরানের ফর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে : ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ০৭:০৭

শেয়ার

ইরানের ফর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে : ট্রাম্প
ফোর্দো স্থাপনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের ভূগর্ভস্থ ফর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ জুন) সকালে ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে ঘোষণা দেন ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছেন তারা। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন, হামলায় সর্বাধুনিক বি- স্টিলথ বোমারু ব্যবহার করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অত্যন্ত সুরক্ষিত ফর্দো পরমাণু কেন্দ্র সত্যিই ধ্বংস হয়েছে কি না সেটি এখনো নিশ্চিত নয়। কারণ ট্রাম্প কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন আরেকটি সূত্রের বরাতে। তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অনেক প্রমাণ রয়েছে।

সূত্র: আলজাজিরা



banner close
banner close