শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে গোয়েন্দা তথ্য ভুল: ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ১৪:০৬

শেয়ার

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে গোয়েন্দা তথ্য ভুল: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে সম্প্রতি জানিয়েছিলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তবে সে ধারণা ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‌‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন কোনো প্রমাণ নেই বলে তুলসী গ্যাবার্ড যে কথা বলেছিলেন তা ছিল ভুল।’

তুলসী গ্যাবার্ডের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার গোয়েন্দা সম্প্রদায় ভুল ছিল।’

ইরান-ইসরায়েলের যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে। আমার মনে হয় আপনারা বলতে পারেন ইরান কম ভালো করছে’।

ট্রাম্প জানান, যদিও তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করতে পারেন।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসরায়েল-ইরান সংঘাতে ইউরোপ সাহায্য করতে পারবে না।’

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অজুহাতে গত ১৩ জুন ভোরে দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।



banner close
banner close