শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ইসরায়েলি গণমাধ্যম কার্যালয়ে ইরানের হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ১৩:৪৪

শেয়ার

ইসরায়েলি গণমাধ্যম কার্যালয়ে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত চ্যানেল ১৪ লাইভ সম্প্রচারের সদর দফতরে মিসাইল হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর, আল জাজিরার।

শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার এই খবর দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

চ্যানেল ১৪-এর সম্প্রচার কেন্দ্রে হামলার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ইসরায়েলি বাহিনী তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর সদর দফতরে হামলা চালায়।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবিতে ইসরাইলের ওই হামলাকে মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ হিসেবে বর্ণনা করেছে তেহরান। এর জবাবেই মূলত ইসরায়েলি সংবাদমাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান।



banner close
banner close