শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ইরানে ২২ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ১৩:৩১

শেয়ার

ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ইরানে ২২ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইহুদিবাদী শাসনের গুপ্তচর সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের কোম প্রদেশের গোয়েন্দা পুলিশের প্রধান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস, আইআরজিসি পরিচালিত ফার্স নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

ফার্স নিউজ এজেন্সি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে জনমতকে বিভ্রান্ত করা এবং অপরাধী ইসরায়েলকে সমর্থন করার অভিযোগও আনা হয়েছে।

এখনো অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এই গ্রেপ্তার এমন এক সময়ে ঘটলো যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে ১৩ জুন থেকে সরাসরি সামরিক উত্তেজনা চলছে, যা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।



banner close
banner close