ছবি: সংগৃহীত
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসির আরও এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শনিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ জানায়, শুক্রবার হত্যা করা হয়েছে আমিনপুর জুদাকি নামের এই ড্রোন কমান্ডারকে।
তিনি ছিলেন আইআরজিসি এয়ার ফোর্সের দ্বিতীয় ইউএভি ব্রিগেডের প্রধান।
তারা আরও জানায়, দক্ষিণ-পশ্চিম ইরানের আহভাজ অঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ডে শত শত ড্রোন হামলা পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন শীর্ষ এই কমান্ডার।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এক সপ্তাহ আগে আইআরজিসির ইউএভি সদরদফতরের প্রধান তাহের পোরকে হত্যার পর, সদরদফতরের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন জুদাকি।
আরও পড়ুন:








