শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

তেহরানে লাখো মানুষের বিক্ষোভ জাতির সাহসিকতার প্রতিফলন: খামেনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ১৩:০৭

শেয়ার

তেহরানে লাখো মানুষের বিক্ষোভ জাতির সাহসিকতার প্রতিফলন: খামেনি
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে লাখো মানুষের বিক্ষোভকে ‘জাতির সাহসিকতার প্রতিফলন’ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার জুমার নামাজ শেষে ইসরায়েলবিরোধী বিক্ষোভে তেহরানের রাস্তায় নেমে আসেন লাখো ইরানি। ব্যানার-পতাকা হাতে নিয়ে তারা স্লোগান দেন ইসরায়েলের আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে।

বিক্ষোভকারীদের এই অবস্থানকে সাধুবাদ জানিয়ে আয়াতুল্লাহ খামেনি নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে তাদের শক্তি প্রদর্শন করেছে।

গত ১৩ জুন ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও কর্মকর্তাদের আবাসন লক্ষ্য করে বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান শুরু করে ‘অপারেশন দ্যা প্রমিজ থ্রি’, যা দু’দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও উসকে দেয়।



banner close
banner close