শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ইরানে দূতাবাস বন্ধ করলো ৬ দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ১৬:২৪

শেয়ার

ইরানে দূতাবাস বন্ধ করলো ৬ দেশ
ছবি: সংগৃহীত

সংঘাত পরিস্থিতির কারণে ইরানে নিজেদের দূতাবাস সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করছে ৬টি দেশ। বৃহস্পতিবার ও শুক্রবার এ পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

বৃহস্পতিবার প্রথম নিজেদের দূতাবাস বন্ধ করে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি উওং এক বিবৃতিতে বলেন, ‘তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাসে দেশটির যত নাগরিক কর্মরত আছেন, তাদের সবাইকে ফেরত আনা হবে।’

তবে দেশটিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সেখানেই থাকবেন। তার কাজ হবে এই সংঘাতে অস্ট্রেলিয়ার অবস্থান ও বক্তব্য তুলে ধরা।

অস্ট্রেলিয়ার এই ঘোষণা দেয়ার পর একই পদক্ষেপ নেয় স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রও। শেষ খবর অনুসারে, বুলগেরিয়া, পর্তুগাল এবং নিউজিল্যান্ডও তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে।



banner close
banner close