সংঘাত কবলিত ইরান এবং ইসরায়েল থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিভিন্ন দেশ। এই তৎপরতা বা ব্যস্ততার বড় কারণ, ইরান-ইসরায়েল উভয়েই নিজেদের আকাশ সীমা বন্ধ রেখেছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান থেকে প্রায় ১ হাজার ৫০০ এবং ইসরায়েল থেকে ১ হাজার ২০০ জন নাগরিককে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। আপাতত তাদেরকে সবাইকে সাইপ্রাসে রাখা হবে।
চীন এ পর্যন্ত ইরান থেকে ১ হাজার ৬০০ জন এবং ইসরায়েল থেকে বেশ কয়েক শত নাগরিককে সরিয়ে নিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আপাতত এই নাগরিকদের আজারবাইজান, তুর্কমেনিস্তান, তুরস্ক, আর্মেনিয়া এবং ইরাকে রাখা হবে।
ইরান ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। যারা যোগাযোগ করেছেন, তাদেরকে আপাতত আর্মেনিয়ায় সরিয়ে নেয়া হচ্ছে।
নিজ নাগরিকদের ফিরিয়ে আনতে দুটি সামরিক বিমান পাঠাচ্ছে জাপান। এই বিমান দুটি আপাতত আফ্রিকার দেশ জিবুতিতে অবস্থান করবে। তারপর সেখান থেকে ইরান এবং ইসরায়েলে গিয়ে জাপানি নাগরিকদের তুলে নেবে।
আরও পড়ুন:








