ছবি: সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার তিনটি কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কেন্দ্রে থাকা ইরানের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ওই তিনটি কেন্দ্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগ মুহূর্তে হামলা চালানো হয় বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। তাদের দাবি, কেন্দ্রে থাকা কমান্ডার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
হামলায় নিহত হন ওইকমান্ডার।
আরও পড়ুন:








