শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ইরানের ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত ইসরায়েলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ১০:৫৬

শেয়ার

ইরানের ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত ইসরায়েলে
ছবি: সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায় ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

বিয়ের শেভা পৌরসভার বরাত দিয়ে ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ সংবাদমাধ্যম জানিয়েছে, এটি কোনো ভূপাতিত বা প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নয়, বরং পূর্ণাঙ্গ একটি ক্ষেপণাস্ত্র সরাসরি শহরে আঘাত হেনেছে।

হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে সরাসরি আঘাতের খবর সামনে আসায় স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।



banner close
banner close