শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করেছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ০৮:৫৩

শেয়ার

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করেছে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

একইসঙ্গে সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশও দেয়া হয়েছে

শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, অস্ট্রেলিয়া সরকার ইরানের চলমান নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশ দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

এক বিবৃতিতে পেনি ওং জানান, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এখনই ইরান ছাড়লেও, তিনি ওই অঞ্চলে থাকবেন যাতে সংকট পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া যায়।



banner close
banner close