রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া যাবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ০৮:৪৩

শেয়ার

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া যাবে না
ছবি: সংগৃহীত

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেয়া যাবে না বলে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর একথা জানানো হয়েছে।

শুক্রবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর মধ্যে বৈঠকের পর উভয় দেশ একমত হয়েছে যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া যাবে না।

ল্যামি বৈঠক শেষে বলেন, ‘মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত সংকটজনক।’

দীর্ঘমেয়াদে ইরানের পরমাণু ইস্যুর একটি কূটনৈতিক সমাধান কীভাবে আনা যায় সে বিষয়েও আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।



banner close
banner close