বৃহস্পতিবার সকালে ইসরাইলের বিভিন্ন স্থানে পরিচালিত ইরানের মিসাইল হামলায় ২৭১ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। এদের মধ্যে দক্ষিণ ইসরাইলের সোরোকা হাসপাতালে মিসাইলের আঘাতে আহত হয়েছে ৭১ জন। ইরানি কর্মকর্তারা এদিন হতাহতের কোনও খবর দেননি।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, সামান্য আহতদের বেশিরভাগই সুরক্ষিত এলাকায় যাওয়ার পথে আহত হয়েছেন অথবা আতঙ্কিত হয়েছেন। মিসাইলের বিকট বিস্ফোরণের শব্দে অনেকেই আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জাতিসংঘে ইরানের মিশন এক্সে একটি পোস্টে বলেছে, ইসরাইলের বেয়ারশেভার সোরোকা হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ইসরাইলের মিথ্যা দাবি তেহরান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।
এতে আরও বলা হয়েছে যে ইরানের হামলা ‘সুনির্দিষ্ট’ এবং শুধুমাত্র ‘ইরানের উপর ইসরাইলের হামলার সাথে সরাসরি জড়িত ও সহায়তা যোগানো সুযোগ-সুবিধা লক্ষ্য করে হয়েছে।
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, ইসরাইলি সামরিক কমান্ড ঘাঁটি লক্ষ্য করে ইরানি মিসাইল বিস্ফোরণের শব্দ তরঙ্গ হাসপাতালের দেয়ালের ক্ষতিসাধন করেছে।
ইসরাইল ইরানকে হাসপাতাল লক্ষ্য করার জন্য অভিযুক্ত করেছে। ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের আক্রমণ ইচ্ছাকৃত এবং অপরাধমূলক ছিল।
মঙ্গলবার, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলে ইরানি মিসাইল হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন।
আর রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে সংঘাত শুরু হবার পর থেকে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
দীর্ঘদিন ধরে ইরানের উপর নজর রাখা ওয়াশিংটন-ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত শুক্রবার থেকে ইরানে ৬৩৯ জন নিহত হয়েছে।
আরও পড়ুন:








