শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শুক্রবার বৈঠক করবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৫ ২১:১৯

আপডেট: ১৯ জুন, ২০২৫ ২১:২৬

শেয়ার

ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শুক্রবার বৈঠক করবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি:সংগ্রহীত

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শুক্রবার জেনেভায় বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের বৈঠক নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনার পর আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন আরাঘচি।

ইসরায়েলে হামলার বিষয়ে এর আগে আব্বাস আরাঘচি বলেছেন, ‘ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তেহরান এখন পর্যন্ত কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। তবে দেশটি এখনো কূটনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ।’

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। পোস্টে তিনি লেখেন, ‘ইরান শুধু আত্মরক্ষার জন্যই প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমাদের জনগণের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমরা শুধু ইসরায়েলের হামলার জবাব দিয়েছি, তাদের সহযোগীদের নয়।’

বিশ্বকে এই যুদ্ধকে আরও বিস্তৃত করার ইসরায়েলি চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।



banner close
banner close