ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরানের হামলায় ইসরায়েলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অনেকেই বর্তমানে খোলা আকাশের নিচে ও সরকারি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।
ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত কয়েক দিনে ইসরায়েলে ইরানের হামলায় তেল আবিবসহ বিভিন্ন শহরে হাজারও মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় কমপক্ষে ৫ হাজার ১১০ জন মানুষ বর্তমানে গৃহহীন হয়ে পড়েছেন। তাদের মধ্যে কেবল রাজধানী তেল আবিবেরই বাসিন্দা আছেন ৯০৭ জন।
এদিকে ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কয়েকশ মানুষ আহত হয়েছেন।
হামলার পরপরই অন্তত ২৭১ জন আহত অবস্থায় হাসপাতালে পৌছেছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের মধ্যে ২২০ জনের শারীরিক অবস্থা ভালো রয়েছে। এ ছাড়া ২৪ জন তীব্র উদ্বিগ্ন অবস্থায় আছেন। এ ছাড়া বাকি সাতজনের শারীরিক অবস্থা জানতে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চলছে।
আরও পড়ুন:








