শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে পুতিনের যে প্রস্তাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৫ ১২:৪১

শেয়ার

পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে পুতিনের যে প্রস্তাব
ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু প্রকল্পের কাজ তত্ত্বাবধান করতে মস্কো আগ্রহী বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে এ ব্যাপারে তেহরানকে প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘তেরানের সঙ্গে মস্কোর খুবই ভালো সম্পর্ক এবং আমরা তেহরানকে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছি যে রাশিয়ার তত্ত্বাবধানে ইরানের পরমাণু প্রকল্পের অপারেশন চলতে পারে। রাশিয়া ইরানের জাতীয় স্বার্থ সম্পর্কে ওয়াকিবহাল এবং তেহরান যদি চায়, সেক্ষেত্রে ইরানের ইউরেনিয়ামের মজুদ বেসামসরিক ও শান্তিপূর্ণ খাতে ব্যবহারের ব্যাপারটি তত্ত্বাবধান করতে পারবে রাশিয়া।’

পুতিন জানান, ইরানের বন্দরশহর বুশেহেরে দু’টি পারমাণবিক চুল্লি তৈরি করছে ইরান এবং এই চুল্লি নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাজকর্ম তত্ত্বাবধানের দায়িত্বে আছেন রাশিয়ার বিজ্ঞানীরা।

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে তার কথা হয়েছে এবং নেতানিয়াহু আশ্বাস দিয়েছেন যে বুশেহেরে নির্মিতব্য পারমাণবিক চুল্লি এলাকা ও তার আশেপাশে আঘাত করবে না ইসরায়েল।’

চলমান ইসরায়েল-ইরান সংঘাতে রাশিয়া ইরানকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করবে কিনা, এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, ‘গত জানুয়ারিতে তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্ব সংক্রান্ত একটি চুক্তি হয়েছে, কিন্তু সেখানে সামরিক সহায়তা প্রদানের ব্যাপারটি উল্লেখ করা নেই। তাছাড়া তেহরান এখনো অস্ত্র সহায়তার জন্য আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়নি।’



banner close
banner close