ছবি: সংগৃহীত
ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাড়িতে হামলা চালানো হয়েছে বলে খবর ছড়িয়েছে। তবে এই খবর অস্বীকার করেছে ইরান।
দেশটির আধাসরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এবারই প্রথমবারের মতো ইরানের কোনো সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার ওপর হামলার দাবি করা হচ্ছে। যদিও এটির সত্যতা নিশ্চিত করা হয়নি।
ফার্স নিউজের সঙ্গে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হয়।
বুধবার দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে টিভিতে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি।
আরও পড়ুন:








