ইরানে সামরিক হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের চেষ্টা অরাজকতা ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
একইসঙ্গে এমন কোনো চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। বুধবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি বলছে, সামরিক উপায়ে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, ‘সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানে শাসনব্যবস্থা বদলানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
মঙ্গলবার কানাডার কানানাসকিসে জি–৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ম্যাক্রোঁ বলেন, ‘এই মুহূর্তে সবচেয়ে বড় ভুল হবে সামরিক উপায়ে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করা। কারণ এতে পুরো অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা তৈরি হবে।’
মূলত একদিন আগেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টানাপোড়েন তৈরি হয়। ম্যাক্রোঁ বলেন, ‘ট্রাম্প সময়ের আগেই বৈঠক ত্যাগ করেছেন, কারণ তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা করতে চেয়েছেন।’
তবে ট্রাম্প পরে এই দাবি নাকচ করে দেন এবং বলেন তিনি কোনো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন না।
আরও পড়ুন:








