শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ইরানের হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ০৭:০৩

শেয়ার

ইরানের হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত
বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। ছবি : সংগৃহীত

ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। এছাড়াও পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছে।

সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোঁড়ে ইরান।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, তেল পরিশোধনাগারটি পরিচালনাকারী বাজান গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে- ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে।

তেলআবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে, ‘পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎকেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি।’



banner close
banner close