বৃহস্পতিবার

২৯ মে, ২০২৫
১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২ , ১৪৪৬

ত্রাণের নামে প্রতারণা: গাজায় ধসে পড়ল ইসরায়েল-আমেরিকার পরিকল্পনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ০৭:১৪

শেয়ার

ত্রাণের নামে প্রতারণা: গাজায় ধসে পড়ল ইসরায়েল-আমেরিকার পরিকল্পনা
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও আমেরিকার সমর্থনে গঠিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)-এর ত্রাণ বিতরণ কেন্দ্র একদিনেই ভেঙে পড়েছে। তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি অবরোধে ক্ষুধার্ত হাজার হাজার ফিলিস্তিনি খাবারের আশায় কেন্দ্রটিতে ভিড় করলে সিস্টেম ভেঙে পড়ে, পরিস্থিতি হয়ে ওঠে মারাত্মক বিশৃঙ্খল।

GHF মূলত মার্কিন নিরাপত্তা ঠিকাদারদের মাধ্যমে গাজায় এই বিতরণকেন্দ্রগুলো পরিচালনা করছে। তবে শুরু থেকেই এই সংস্থার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থা GHF-এর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের অভিযোগ, এই ত্রাণ প্রকল্পটি এক ধরনের মানবিক বিপর্যয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা।

জাতিসংঘের মতে, এই তথাকথিত ত্রাণ পরিকল্পনা ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করার হাতিয়ার হয়ে উঠেছে। ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে। এর ফলে মানবিক সহানুভূতির পরিবর্তে সৃষ্টি হচ্ছে অনাস্থা ও ক্ষোভ।

GHF-এর এই বিতরণ কেন্দ্রের ব্যর্থতা প্রমাণ করেছে যে, ত্রাণ কার্যক্রমের নামে কোনো সামরিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষুধার্ত জনগণের দুঃখ দূর করা সম্ভব নয়। বরং এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যেখানে জীবন রক্ষার বদলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে।

banner close
banner close