রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ইউক্রেন একটি হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ২০ মে তারিখে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলার সময় পুতিনের হেলিকপ্টারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।
সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।
রুশ বার্তা সংস্থা আরবিসিকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন বলেন, ‘রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি পুতিনের উড়ানের পথের দিকে আসতে দেখে সেটিকে গন্তব্যে পৌছানোর আগেই ধ্বংস করে দেয়।’
তিনি আরও বলেন, ‘২০ মে থেকে ২২ মে পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার ওপর ব্যাপক ড্রোন হামলা চালানো হয়, যেখানে মোট ১ হাজার ১৭০টি ড্রোন ধ্বংস করা হয়েছে।’
কমান্ডার দাশকিন বলেন, ‘২০ মে তারিখে প্রেসিডেন্ট পুতিনের কুরস্ক সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি নজিরবিহীন বিমান হামলা চালানো হয়, যেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনী ৪৬টি ড্রোন ভূপাতিত করে।’
আরও পড়ুন:








