রবিবার

২৫ মে, ২০২৫
১১ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৮ জিলক্বদ, ১৪৪৬

রাতভর বৃষ্টিতে দিল্লিতে ব্যাপক দুর্ভোগ-জলাবদ্ধতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১১:৪২

শেয়ার

রাতভর বৃষ্টিতে দিল্লিতে ব্যাপক দুর্ভোগ-জলাবদ্ধতা
ছবি: সংগৃহীত

আবারো ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা। এতে ভারতের অন্যতম প্রধান এই শহরটির বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে। রাস্তায় গাছ উপড়ে পড়েছে এবং মানুষজন দুর্ভোগে পড়েছেন।

এ ছাড়া প্রবল বৃষ্টিপাতের কারণে দিল্লিতে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, দিল্লি ও আশপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের কারণে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটেছে, রাস্তায় পানি জমে গেছে, বহু গাছ উপড়ে পড়েছে এবং হোর্ডিং উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, দিল্লির মতিবাগ, মিন্টো রোড ও দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর আশপাশে প্রচণ্ড জলাবদ্ধতা দেখা গেছে।

এনডিটিভি বলছে, বৃষ্টির মধ্যে ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বইতে থাকায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। রাত ৩টা ৫৯ মিনিটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানায়, আবহাওয়ার খারাপ পরিস্থিতির কারণে তাদের ফ্লাইট কিছু সময়ের জন্য বিঘ্নিত হচ্ছে।

অবশ্য প্রায় দুই ঘণ্টা পর সংস্থাটি জানায়, ফ্লাইট চলাচল আবারো স্বাভাবিক হয়েছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো গড়ে ৪৬ মিনিট দেরিতে ছাড়ছে।

এদিকে দিল্লির পাশাপাশি হরিয়ানা ও উত্তরাখণ্ডেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। যদিও ভারী বর্ষণের আগেই ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছিল।

এই পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ জনগণকে খোলা জায়গা এড়িয়ে চলার, গাছের নিচে আশ্রয় না নেয়ার দুর্বল বা পুরোনো দালান থেকে দূরে থাকার এবং জলাশয়ের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

banner close
banner close