
বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দেওয়ার জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (২৩ মে) ম্যাসাচুয়েটসের একটি ফেডারেল আদালতে মামলাটি করে তারা।
যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার সবচেয়ে পুরোনো ও সমৃদ্ধ প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ক্যাম্পাসে বিদেশিদের ভর্তির সুযোগে নিষেধাজ্ঞা দিয়ে এবং বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার নির্দেশ দিয়ে আইন লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন।
মামলায় উল্লেখ করা হয়েছে, সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী, নিজেদের অধিকার ব্যবহারে হার্ভার্ড প্রশাসন তাদের নিয়ন্ত্রণ সরকারের দাবি অনুযায়ী হস্তান্তর না করায় সরকার যেসব প্রতিশোধ নিয়েছে, নতুন নিষেধাজ্ঞাটি তার একটি অংশ।
ট্রাম্প প্রশাসনের হয়ে এই নিষেধাজ্ঞাটি দিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। হার্ভার্ড এখন সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশ চেয়েছে।
নিষেধাজ্ঞা আরোপ করে হার্ভার্ডের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি আর্জি জানিয়েছে, জরুরিভিত্তিতে তাদের পরিত্রাণ প্রয়োজন।
এর আগে, হার্ভার্ডের শিক্ষার্থীদের শৃঙ্খলা সংক্রান্ত রেকর্ড প্রদান ও সমতাভিত্তিক যেসব প্রোগ্রাম রয়েছে, সেগুলো বাতিলসহ বিভিন্ন দাবি-দাওয়া করেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু এতে সাড়া দেয়নি তারা। এর জেরে শাস্তি দিতে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার।
আরও পড়ুন: