শনিবার

২৪ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

বাংলাদেশের ‘দুই চিকেনস নেকে’ আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৫ ১৬:৪৮

শেয়ার

বাংলাদেশের ‘দুই চিকেনস নেকে’ আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রীর
বাংলাদেশের ‘দুই চিকেনস নেকে’ আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রীর।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিস্ব শর্মা বাংলাদেশের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "ভারতের একটি চিকেনস নেক থাকলেও, বাংলাদেশের আছে দুটি। যদি তারা আমাদের নেক আক্রমণ করে, তবে আমরা বাংলাদেশের দুটি নেকেই জবাব দেব।"

সিলিগুড়ি করিডোর, যাকে ‘চিকেনস নেক’ বলা হয়, সেটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের সঙ্গে যুক্ত করে। এই করিডোরটি মাত্র ২২ কিমি প্রশস্ত এবং ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল।

বাংলাদেশের দুই 'চিকেনস নেক' কোথায়?

হিমন্ত শর্মা জানান, বাংলাদেশের একটি নেক রয়েছে চট্টগ্রামের সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত করে, যা মেঘালয়ের কাছে। এই পথটি ভারতের চিকেনস নেকের চেয়েও সরু এবং খুবই কাছাকাছি অবস্থিত। অন্য নেকটি রয়েছে রংপুর ডিভিশনের দক্ষিণে, যা ভারতীয় সীমান্তের কাছাকাছি।

বিশেষজ্ঞদের মতে, ত্রিপুরার সাবরুম থেকে বাংলাদেশের মিরসরাই উপজেলাতে, যেটি চট্টগ্রামের পথে পড়ে, এই দুরত্ব প্রায় ৩০ কিমি। এটি বন্ধ হয়ে গেলে বাংলাদেশের ২০ শতাংশ ভূমি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে।

চীনের প্রভাব ও ভারতের উদ্বেগ

এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন জানা যাচ্ছে চীন বাংলাদেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাট বিমানঘাঁটি পুনরায় চালু করতে সহায়তা করছে, যা ভারতের সিলিগুড়ি করিডোর থেকে মাত্র ১০০ কিমি দূরে। এতে ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বকে "স্থলবেষ্টিত অঞ্চল" উল্লেখ করেন এবং বাংলাদেশকে এ অঞ্চলের “সমুদ্রের একমাত্র অভিভাবক” হিসেবে দাবি করেন।

হিমন্ত শর্মা আরও বলেন, "ভারতের সেনাবাহিনী যে শক্তিধর, তা আমরা অপারেশন সিঁদুরে প্রমাণ করেছি। বাংলাদেশ ১৪ বার জন্মালেও ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবে না।"

তথ্যসূত্রঃ https://www.indiatoday.in/india/story/bangladesh-chickens-neck-rangpur-chittagong-himanta-sarma-yunus-india-northeast-2728699-2025-05-22

banner close
banner close