মঙ্গলবার

২০ মে, ২০২৫
৬ জ্যৈষ্ঠ, ১৪৩২
২২ জিলক্বদ, ১৪৪৬

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গেল ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ০৮:৫১

শেয়ার

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গেল ভারত-পাকিস্তান
ভারত ও পাকিস্তানের পতাকা।

সীমান্তে উত্তেজনা কমাতে সেনা সদস্যদের শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে পাকিস্তান ভারত। দুই দেশের সামরিক প্রধানরা, বিশেষ করে ডিজিএমওরা সরাসরি যোগাযোগ করে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছেন।

৩০ মে মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তারা। এটিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে চলতি মাসের শুরুতে দুই দেশের সীমান্তে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানান, এই সিদ্ধান্তে পৌঁছাতে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার সময় দুই দেশই যুদ্ধ প্রস্তুতি নিয়েছিল। তবে এখন আবার শান্তির পথে ফিরছে পরিস্থিতি।

যদিও এখনো সরকারিভাবে কেউ ঘোষণা দেয়নি, সেনা পর্যায়ে চলা এই সমন্বয়কে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে, যা ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে।

banner close
banner close