রবিবার

১৮ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

ইউক্রেনে রক্তপাত বন্ধে পুতিনকে ফোন করবেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ১১:৩০

শেয়ার

ইউক্রেনে রক্তপাত বন্ধে পুতিনকে ফোন করবেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন। আগামীকাল সোমবার এই ফোনালাপ অনুষ্ঠিত হবে।

ট্রাম্প বলেছেন, ‘এই ফোনালাপের মূল উদ্দেশ্য হবে ‘রক্তপাত বন্ধ করা’।

রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার সকাল ১০টায় এই ফোনালাপ হবে। এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকটি ন্যাটো দেশের নেতাদের সাথেও কথা বলবেন।

এদিকে তিন বছর পর তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হলেও কোনো বড় অগ্রগতি হয়নি। তবে উভয় পক্ষ একটি বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।

ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, যদি পুতিন বৈঠকে আসেন, তাহলে তিনিও উপস্থিত থাকবেন। কিন্তু পুতিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

ট্রাম্প এর আগেও বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রকৃত অগ্রগতি আসবে তখনই, যখন তিনি এবং পুতিন সরাসরি সাক্ষাৎ করবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতি চলছে। পেসকভ তাস নিউজকে বলেন, ‘আলোচনা চলছে।’

banner close
banner close