রবিবার

১৮ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

আজ শেষ হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ১০:২২

শেয়ার

আজ শেষ হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ
আজ শেষ হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ।

আজ শেষ হতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ। দুই দেশের প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত চুক্তির মেয়াদ নবায়নের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এতে করে সীমান্ত এলাকায় বিরাজ করছে উদ্বেগ ও অনিশ্চয়তা।

দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর যুদ্ধবিরতির আওতায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকলেও, মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযান পরিচালনাকারী মহাপরিচালকরা শিগগিরই বৈঠকে বসবেন বলে জানা গেছে। তবে এই বৈঠক ঠিক কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি দিল্লি কিংবা ইসলামাবাদ।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি চুক্তি নবায়ন না হলে সীমান্তে গোলাগুলির আশঙ্কা বাড়তে পারে, যার প্রভাব পড়বে সীমান্তবর্তী সাধারণ মানুষের ওপর।

 

সীমান্ত পরিস্থিতি নজরে রেখে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

banner close
banner close