শনিবার

১৭ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৯ জিলক্বদ, ১৪৪৬

বন্দী বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ০৮:১৯

শেয়ার

বন্দী বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন
ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন দুই দেশই ১ হাজার বনাম ১ হাজার যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ।

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুস্তেম উমেরভ বলেছেন, ‘আমরা বিনিময়ের তারিখ জানি, তবে এখনই তা প্রকাশ করবো না।’

এদিকে অল্প সময়ের মধ্যেই রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিও রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই বন্দিবিনিময়ের খবরটি নিশ্চিত করেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে এ ধরনের বন্দিবিনিময় বিরল যোগাযোগ ও সহযোগিতার নিদর্শন। সবশেষ বন্দিবিনিময় হয়েছে ৬ মে। সে সময় ২০৫ জন বন্দীর বিনিময়ে ২০৫ জন বন্দীকে মুক্তি দেয় দুই দেশ।

২০২৪ সালে ইউক্রেন সব বন্দিবিনিময়ের প্রস্তাব দিয়েছিল। তবে এখনো সেই প্রস্তাবে সম্মতি দেয়নি রাশিয়া। ইউক্রেন জানায়, রাশিয়ার হাতে কতজন ইউক্রেনীয় বন্দী রয়েছে, সে তথ্য তারা প্রকাশ করে না।

 

banner close
banner close