
পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ ছাড়া পাক সেনাবাহিনী ভারতকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
একইসঙ্গে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, ‘যুদ্ধ নাকি শান্তি চাও তোমরা, সেই সিদ্ধান্ত তোমাদের।’
পাকিস্তানের সৈনিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
বুধবার রাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা ডন।
সংবাদমাধ্যমটি বলছে, ‘ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী ও সৈনিকরা ভারতকে চরম মানসিক ধাক্কা দিয়েছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন।
পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ‘আমাদের থেকে বড় শত্রু ভারতের অনেক বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জাম আছে বলে তারা গর্ব করতো। কিন্তু আপনারা সৈনিকরা তাদের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছেন, তাদের বড়সড় ধাক্কা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ভারত ভাবতো যে, পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, তা প্রমাণ করে দিয়েছে যে আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত।’
প্রধানমন্ত্রী শেহবাজ সরাসরি ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তির জন্যও। কোনটি তোমরা চাও, সেই সিদ্ধান্ত তোমাদের।’
তিনি ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারত যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করে দেয়, সেটা হবে আমাদের জন্য রেড লাইন। পানি আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে।’
আরও পড়ুন: