বুধবার

১৪ মে, ২০২৫
৩১ বৈশাখ, ১৪৩২
১৭ জিলক্বদ, ১৪৪৬

মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, সজাগ থাকতে হবে: ইমরান খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১৬:২৩

শেয়ার

মোদি অবশ্যই প্রতিশোধ নেবে, সজাগ থাকতে হবে: ইমরান খান
ছবি: সংগৃহীত

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাবন্দি বিরোধী নেতা ইমরান খান। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি একথা বলেন।

বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্যই প্রতিশোধ নেবে এবং সে বিষয়ে দেশ ও জাতিকে সজাগ থাকতে হবে।’

এ ছাড়া ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের প্রশংসাও করেছেন ইমরান খান।

বুধবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা ডন।

সংবাদমাধ্যমটি বলছে, কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর বোন আলেমা খান। তিনি বলেছেন, তার কারাবন্দি ভাই ইমরান খানের সাথে সাক্ষাতের সময় ভারতের সাথে পাকিস্তানের সংঘাতের বিষয়টিও আলোচনা হয়েছে।

আলেমা বলেন, ‘ইমরান খান আমাদের বলেছেন, যুদ্ধের সময় এবং এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক জবাব দেয়া প্রয়োজন। তিনি আরও পরামর্শ দিয়েছেন যে,  দেশ ও জাতির সতর্ক থাকা উচিত কারণ ভারতের প্রধানমন্ত্রী মোদি অবশ্যইপ্রতিশোধ নেবেন।’  

banner close
banner close